করোনাভাইরাস মোকাবিলায় হ্যামলেটস ট্রেনিং সেন্টারের পরিকল্পনা

ওয়ানবাংলানিউজ: হ্যামলেটস ট্রেনিং সেন্টার যুক্তরাজ্য এবং বিশ্বজুড়ে করোনাভাইরাস প্রাদুর্ভাবকে অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করে আসছে। কয়েক সপ্তাহের মধ্যে, করোনাভাইরাস (COVID-19) বিশ্বজুড়ে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন নিয়ে এসেছে । এই পরিবর্তনগুলি দীর্ঘমেয়াদে কীভাবে ক্লাসরুম বেইসড পড়ালেখায় পরিবর্তন করতে পারে তার একটি ঝলক দেয়।

আমরা শিক্ষার্থী ও স্টাফদের স্বাস্থ্য ও সুরক্ষা অত্যন্ত গুরুত্ব সহকারে নিই বলে আমরা যুক্তরাজ্য সরকার, এনএইচএস ইউকে এবং আমাদের এয়ার্ডিং বডিগুলির নির্দেশনা অনুসরণ করব।এটি উপলব্ধ হওয়ার সাথে সাথে আমরা আরও যে কোনও পরামর্শ এবং নির্দেশনা প্রদান করব, তাই আমরা সবাইকে নিয়মিতভাবে সরকারি নির্দেশিকা পড়তে উৎসাহীত করি। পাবলিক হেল্থ ইংল্যান্ডের ওয়েবসাইটে করোনাভাইরাস সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।

করোনা: ব্রিটেনে রবিবার পর্যন্ত ৩৫ জনের মৃত্যু: বয়স্কদের চারমাস আইসোলেশনে রাখার পরিকল্পনা

ওয়ানবাংলানিউজ: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। একই সাথে এই রোগে ১৩৭২ জন আক্রান্ত হয়েছে।
এদিকে করোনাভাইরাস সংক্রমণ রুখতে ৭০ বছরের বেশী বয়সীদেরকে কড়া আইসোলেশনে চারমাস রাখার নির্দেশ শিগগিরই দিতে চলেছে যুক্তরাজ্য সরকার।

রোববার একটি প্রোগ্রামে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, “ভাইরাসের বিস্তার বাড়তে থাকায় বয়স্করা এতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে। আর সেকারণেই তাদেরকে সুরক্ষিত থাকার জন্য বাড়িতে ‘সেলফ আইসোলেশনে’ থাকতে বলা হবে।”

চারমাস পর্যন্ত এই আইসোলেশনে রাখা হতে পারে- এমন কর্মপরিকল্পনাই নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হ্যানকক।ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস) করোনাভাইরাসের বিাংদ্ধে লড়াইয়ের যথেষ্ট ব্যবস্থা নেই বলেও তিনি স্বীকার করেন।